৪ ঘণ্টায় প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি গড়লেন সৌরাজ

রাজ্য

নিউজ পোল, ব্যুরো: যেমন ভাবা তেমন কাজ। মাত্র ৪ ঘণ্টায় মাটি দিয়ে ১২ ইঞ্চি চওড়া ১৮ ইঞ্চির প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি তৈরি! মনমোহন সিংয়ের প্রয়াণের কয়েকঘন্টার মধ্যেই দেশের অর্থনৈতিক সংস্কারের রূপকারের আবক্ষ মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন সৌরাজ বিশ্বাস। শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরজ।

সৌরাজ জানান, শুক্রবার সকালে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর জানতে পেরেছিলেন। সেই থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে মনমোহন সিংয়ের একটি মূর্তি তৈরির পরিকল্পনা নেন। ৪ ঘণ্টার মধ্যে মাটি দিয়ে ১২ ইঞ্চি চওড়া ১৮ ইঞ্চি লম্বা আবক্ষ মূর্তিটি তৈরি করে ফেলেন তিনি। তবে এই মূর্তি তিনি বিক্রি করার জন্য তৈরি করেননি।

বিশ্বকর্মা থেকে দুর্গা, কালী, জগদ্ধাত্রী থেকে রাস প্রতিটি উৎসবের মরসুমে ব্যস্ত থেকেছেন সৌরাজ। প্রতি বছর, তাঁর তৈরি মূর্তি সুদূর ব্যাঙ্গালোর থেকে অসমের বিভিন্ন প্রান্তে যায়। এ বছরও তার ব্যতিক্রম নয়। মাঝে কয়েকদিন বিরতি, তারপরেই আবার শুরু হবে সরস্বতী পুজো, মাঘ-ফাল্গুন মাস থেকে গোপালের মূর্তি তৈরির কাজ। তাছাড়া, সারা বছরই বিভিন্ন কালীমা তৈরির অর্ডার তো থাকেই। তবে বছরের এই সময়ে কাজের চাপ বেশ হালকা থাকে বলে জানান তিনি।