নিজস্ব প্রতিনিধি, চম্পাহাটি: দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। মৃত ১জন ও গুরুতর জখম ৩ জন। জখমদের কলকাতার এম.আর.বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদ উড়ে গেছে।
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণটি ঘটে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সরদার পাড়ার ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে। সেখানে বাজি তৈরি ও মজুত করা হত। এদিন দুপুরের বিস্ফোরণের তীব্রতায় বাজি ব্যবসায়ীর বাড়ির ছাদ উড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় সেখানে। পুড়ে খাক হয়ে যায় বাড়িটি। সূ্ত্রের দাবি, বাড়িতে সকেট বাজি তৈরি হচ্ছিল। সেই বাজি ফেটেই এই বিপত্তি ঘটে। তবে স্থানীয় অনেকের দাবি, বাড়ির মধ্যে মজুত থাকা বাজি থেকেই বিস্ফোরণ ঘটেছে।
বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার এম.আর.বাঙুর হাসপাতলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সূত্রের খবর, এরই মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে। তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় বাজিতে।