ধার শোধ করতে ফ্ল্যাট বিক্রি, এর ফলেই কী আত্মঘাতী?

অপরাধ জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ধার শোধ করতে ফ্ল্যাট বিক্রি করা নিয়েই ঘটে যত বিপত্তি। হাওড়ার পুলিশ অফিসের কর্মী প্রদীপ ঝাঁ ধার শোধ করার জন্য নিজের ফ্লাট বিক্রি করে দিয়েছিলো। আর সেই নিয়েই শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর ঝামেলা হয়, যা মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী। এর ফলেই গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় হাওড়ার শিবপুর ব্যাতাই তলা এলাকায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ব্যাতাইতলা এলাকায় একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রুবি ঝাঁ(২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ। তার দুই ছেলে চিরাগ ঝাঁ(১১) ও বঙ্কু ঝাঁ(৪) কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শিবপুর থানার পুলিশ। ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই মহিলা ও তার বড় ছেলেকে মৃত বলে জানিয়েছেন। ছোট ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় একটি হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রদীপ ঝাঁ নাম ওই ব্যক্তি হাওড়া সিটি পুলিশের অফিসের একজন কর্মী।কিছুদিন আগে তিনি এই চাকরি পান। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে নিজে আত্মঘাতী হন। কিন্তু কেনো এই কাজ করলেন ওই মহিলা তা স্পষ্ট নয়।

প্রদীপ ঝাঁ জানান, প্ৰথমে তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। কোনোরকমে সংসার চলতো। তার ওপর মায়ের চিকিৎসার জন্য অনেক খরচ হতো, তাই বাজারে প্রায় ৫ লাখ টাকা দেনা হয়ে যায়। সেই টাকা শোধ করার জন্য তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নেন। এটা মেনে নিতে পারেননি রুবির বাপের বাড়ির লোকজন। প্রদীপ বাবু জানান, ফ্ল্যাট বিক্রি করে রেজিস্ট্রি হয়ে গিয়েছিলো, তাই কিছু করার ছিল না। শাশুড়ির থেকে অন্য ফ্ল্যাট কেনার টাকা চাইলে তাঁর স্ত্রীকে অপমান করা হয় বারবার। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর স্ত্রী। কিন্তু এতবড় ঘটনা ঘটাবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। পুলিশ ২ টি মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।