নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও কনকনে শীত, বছরের শেষে হার কাঁপানো ঠান্ডা পড়বে বঙ্গে। ৬টি জেলায় বিশেষ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।সদ্য শীতের আমেজে মেতেছে বঙ্গ, এখন শুধু ছুটির আনন্দ আর পিকনিক। যদিও এর মাঝে আরও একবার ভ্রুকুটি দেখিয়েছিল বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। কিন্তু বর্তমানে তা শক্তি হারানোর ফলে ক্রমশই শীতল বাতাস প্রবেশ করছে উত্তর থেকে দক্ষিণে।
উত্তরে এখন সাদা বরফে ঢাকা শীতের সকাল, আর দক্ষিণেও কনকনে ঠান্ডা। তবে এবার সেই ঠান্ডা আরও বাড়বে কারণ আবহাওয়া দফতর জানিয়েছে আরও পাঁচ ডিগ্রী কমবে তাপমাত্রা। এমনকি ঘন কুয়াশার সতর্কতা ও জারি হয়েছে একাধিক জায়গায়।
কুয়াশায় দৃশ্যমান্যতা কমে বিপদ যাতে না বাড়ে তাই আগেই সতর্কতা জানান দেয় হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। সোম, মঙ্গল ও বুধ দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ বছরের শেষ কিংবা বলা যায় নতুন বছরের শুরুতে কনকনে ঠান্ডা অনুভূত হবে বঙ্গে। দক্ষিণের কয়েকটি জেলায় ঘন কুয়াশা এবং উত্তরের দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় থাকছে হালকা তুষারপাতের সম্ভাবনা।
রবিবার অর্থাৎ আজ থেকেই পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় পরিস্কার থাকবে আকাশ। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত। দিনের তাপমাত্রা জেলাগুলিতে মোটের ওপর প্রায় একই রকম থাকবে। বড়দিনের মতো উষ্ণ হবে না বর্ষ শেষ এবং বর্ষ বরণের রাত। কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা কমতে পারে খানিকটা। বুধবার ১৯.২, বৃহস্পতিবার ১৬.৫, শুক্রবার ১৫.৮ অর্থাৎ স্বাভাবিকের থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বেশি হলেও কিছুটা শীতের আমেজ ফিরল। যদিওবা গতকাল অর্থাৎ শনিবার দিনের তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি যা সোমবার থেকে সামান্য বেড়ে ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩২ থেকে ৯৫ শতাংশ। তাপমাত্রা হেরফের খেয়াল করা যাবে সূর্যাস্তের পর জানিয়েছে হাওয়া অফিস।
শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরে। কালিম্পং জেলাতে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা। যদিও বা শনিবার থেকেই দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা জানানো হয়। রবিবার ফের একই রকম জানান দেওয়া হয় হাওয়া অফিসের তরফ থেকে। হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে। তবে সে ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের মতোই উত্তরেও রাতের তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা।