পথ দুর্ঘটনায় এবার কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা

দেশ

নিউজ পোল ব্যুরো: সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তকে কুর্ণিশ জানিয়েছেন সকলেই। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, এবার থেকে সড়ক দুর্ঘটনায় কেউ যদি আহত হন, তাহলে তাঁকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা প্রদান করা হবে। লক্ষাধিক টাকার ওপর এই সুবিধা দেওয়া হবে।

মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডুপমে সমস্ত রাজ্যের পরিবহণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নীতিন গড়করি। সেখানে পথ দুর্ঘটনার পরিমাণ কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এসব বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকের পরেই ঘোষণা হয় ‘ক্যাশলেস ট্রিটমেন্ট’ প্রকল্পের।

নীতিন গড়করি বলেন,’পথ দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জানাতে হবে সংশ্লিষ্ট মন্ত্রকে। সাত দিন পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা থাকবে এই প্রকল্পের আওতায়। দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। সেইসঙ্গে হিট অ্যান্ড রান মামলায় মৃতদের ২ লক্ষ টাকা দেওয়া হবে।’

বলাবাহুল্য, ২০২৪ সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার মানুষ। এর মধ্যে হেলমেট না পরার জন্য প্রাণ হারিয়েছেন ৩০ হাজার মানুষ। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সঠিক সুরক্ষা ব্যবস্থা না থাকায় গত বছর ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে।