নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের উল্টোদিকে বৈঠকখানা রোডে অস্ত্র উদ্ধারের ঘটনায় মুঙ্গের যোগ। বিহারের মুঙ্গেরে হানা পুলিশের। বিহারের মুঙ্গেরে এসটিএফের তরফে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম সহ উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র।
কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের এসটিএফের যৌথ অভিযানে বিহারের মুঙ্গেরে বেআইনি অস্ত্র কারখানার হদিস মিলেছে। মুঙ্গেরের তারাপুর থানা এলাকার বাসিন্দা মহম্মদ মঞ্জির হোসেনের বাড়ির নিচে থাকা আন্ডারগ্রাউন্ড চেম্বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার হয়।
এই অস্ত্র কারখানার ওপরের ঘরে খাবারের প্লেট/পাতা তৈরির কাজ হতো। আর এর আড়ালে চলতো এই বেআইনি অস্ত্র তৈরির কারবার।