নিউজপোল ব্যুরো: সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে টাকা নির্দেশ সরকারের, কিন্তু কেনো?
টাকা রোজকারের জন্য আর অফিস নয়, এবার থেকে সন্তান জন্ম দিতে পারলেই রোজকার। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোথায় জানেন? সম্প্রতি রাশিয়ার (Russia) অন্যতম শহর কারেলিয়া শহরে এমন প্রস্তাব জারি করেছে প্রশাসন। তাও আবার অল্প টাকা নয় একেবারে মোটা অঙ্কের টাকা দেবে রাশিয়ার প্রশাসন। তার জন্য অবশ্যই জন্ম দিতে হবে সুস্থ সবল সন্তান। তবে এর জন্য মানতে হবে বিশেষ কিছু শর্ত।
এই খবর ছড়ানোর পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। পুতিনের দেশের এই অদ্ভুত আলাদা রকম প্রকল্পকে নিয়ে নিয়ে চর্চায় এখন গোটা বিশ্ব। কিন্তু জানেন কি এর পিছনে রয়েছে বিশেষ একটি কারণ?
করোনাকালে কমেছে বিশ্বের একাধিক দেশের মোট জনসংখ্যা। মূলত সেই কারণেই চিন ও জাপানের মতো দেশগুলিতে এমন উদ্যোগ। জনসংখ্যা বাড়ানোর জন্য এবার রাশিয়া প্রশাসনের এমন অভিনব ভাবনা। বিশেষত ২৫ বছরের কম বয়সীদের জন্য বিশেষত এই নয়া ভাবনা। এর পাশাপাশি সংসার ধর্মের প্রতি উৎসাহ বাড়াতে এই উদ্যোগ। মূলত কারেলিয়া শহরের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রীরা এই সুযোগ পাবেন। এই প্রস্তাবে রাজি হলে রাশিয়ান মূল্য ১ লক্ষ রুবেল দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮১ হাজার টাকা। তবে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের ছাত্রী হতে হবে সেইসাথে কারেলিয়া বাসিন্দা হওয়া জরুরি।
তবে সেক্ষেত্রে একমাত্র সুস্থ সন্তান জন্ম দিতে পারলেই সরকার থেকে দেওয়া হবে টাকা। সুস্থ সন্তান যারা জন্ম দিতে পারবেন তারাই এই প্রস্তাবের সুবিধা ভোগ করতে পারবেন। যারা সুস্থ সন্তানের জন্ম দেবেন না সেই সমস্ত মায়েরা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে অবশ্য জন্ম দেওয়ার পরপর যদি সন্তানের মৃত্যু হয় সেক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে কিনা সেই নিয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন।কারেলিয়া ছাড়াও রাশিয়ার আরও ১১ টি শহরে আনা হচ্ছে এই প্রস্তাব।