আলুর চাষে ব্যাপক ক্ষতি

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হুগলি: জলের তলায় কয়েক’শ বিঘা চাষ জমি, ব্যাপক ক্ষতির আশঙ্কা আলু চাষে। ডিভিসির জল ছাড়ার কারণে রবি মরসুমেই প্লাবিত হল গোটা চাষজমি। জলের নিচে তলিয়ে গেল বিঘার পর বিঘা জমি।

ঘটনাটি পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া এলাকার। সেখানে কয়েক’শ বিঘা আলুর জমি এখন জলের তলায়। জমির আল কেটে সেচ দিয়ে জল বের করার অনবরত চেষ্টা চালাচ্ছেন চাষীরা। দুর্ভাগ্যক্রমে মিশে যাওয়া এই জমিগুলোতে বসানো আলু গাছের বয়স মাত্র এক মাস। সবে আলুর ফলন ধরা শুরু হয়েছে সেই সময়েই অঘটন। কিভাবে রক্ষা করা হবে সেই গাছগুলোকে প্রশ্ন এখন একটাই।

এলাকার চাষিরা জানান গতকাল শুক্রবার রাত থেকে ডিভিসির জল আলু জমিতে ঢুকতে শুরু করে। শনিবার সকালে চাষিরা দেখেন বেশির ভাগ জমি জলের তলায়। বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জল খাল পেরিয়ে চলে আসে আলু চাষের জমিতে আর তখনই বিপত্তি। চাষীদের অভিযোগ আগে থেকে জানানোই হয়নি জল ছাড়ার বিষয়টিকে।

বহু চাষী সমবায় থেকে ঋণ নিয়ে চাষ করেন, এমোত অবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত তাঁদেরও। এবার আলু চাষও শুরু হয় কিছুটা দেরীতে তার ওপর আবার বীজ সারের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে অনেকটাই। সেই টাকা এবার উঠবে কি ভাবে সেই চিন্তায় এরইমধ্যে ঘুম ছুটেছে চাষীদের। চাষীরা চাইছেন আলু চাষের ক্ষতির পরিমান দেখে সাহায্য করুক সরকার।

বোরো ধান চাষের জল ডিভিসি জল দেয়।সেই জল না জানিয়ে ছাড়া হয়েছে বলে অভিযোগ।আর সেই ডিভিসির জল খাল দিয়ে ঢুকে পরেছে আলু জমিতে।চাষীরা জল আটকাতে বাঁধা দেওয়ার সময় পায়নি ফলত ক্ষতি হয়েছে অনেকটাই। এরইমধ্যে সমগ্র বিষয়টি জানানো হয়েছে বিডিও-কে। ধানের মত আলু চাষীদেরও শস্য বীমার টাকা রাজ্য সরকার দিচ্ছে। ক্ষতি হলে সেই বীমার টাকার দিকেই তাকিয়ে থাকতে হবে পোলবার আলু চাষীদের।
ঘটনার পরেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে, খতিয়ে দেখছেন তাঁরা।