হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রুপো ও নগদ টাকা উদ্ধার

অপরাধ জেলা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি হাওড়া: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রুপো সহ নগদ টাকা। আরপিএফের জওয়ানদের তৎপরতায় শুক্রবার ধরা পড়ে ৭৭০ গ্রাম ওজনের সোনার গয়না, রুপোর বিভিন্ন সামগ্রী সহ নগদ ৪০ হাজার টাকা।
বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরপিএফ আধিকারিকদের একটি দল ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১০ নম্বর প্লাটফর্মে প্রবেশ করলে ট্রেনে তল্লাশি চালিয়ে হরিশ কুমার বর্মা (৪৬) নামে বিহারের ভাগলপুরের বাসিন্দাকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের এ-১ কামরার ২৫ নম্বর সিটে বসে থাকতে দেখা যায়। আধিকারিকরা তাঁকে প্রশ্ন করলে তাঁর উত্তরে অসঙ্গতি মেলায় তাঁকে তল্লাশি করলে এই সব সামগ্রী উদ্ধার হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, রিং, চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন ৭৬৯.৯ গ্রাম। যার খোলা বাজারে আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকার অধিক।
এছাড়া তিনটি রুপোর মূর্তি উদ্ধার হয়, যার ওজন ৩৮৫ গ্রাম। এছাড়াও নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার করেছে রেল পুলিশ।
এই সব সামগ্রীর যথাযথ প্রমাণ দেখাতে সে ব্যর্থ হয়। তাঁর কাছ থেকে দু’টি কাঁচা রশিদ পান আধিকারিকরা, যা এই সকল দ্রব্যের আইনত বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা।
তাঁকে বারবার বিভিন্ন প্রশ্ন করা হলেও ওই কাঁচা রশিদ ছাড়া আর কোনো প্রামাণ্য তথ্য ধৃত মনোজ বর্মা দিতে ব্যর্থ হয় বলেই আরপিএফ সূত্রে খবর। এরপর ধৃত ও উদ্ধার হওয়া সামগ্রী আয়কর বিভাগের হাতে তুলে দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানান হয়েছে। এর পাশাপাশি তাঁকে জেরা করে তাঁর সঙ্গে অন্য আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।