বইমেলায় এবার থাকছে না বাংলাদেশ

আন্তর্জাতিক কলকাতা বিনোদন রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন হবে ২৮ জানুয়ারি। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিবছরের মতো এই বছরও সটলেক সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা।
প্রতি বছরের মতো এবছরেও মেলায় অংশগ্রহণ করতে চলেছে, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ লাতিন আমেরিকার অন্যান্য দেশ। ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র বিহার, অসম, তেলেঙ্গানা কেরালা সহ অন্যান্য রাজ্যের প্রকাশনাও থাকছে ।
তবে এ বছর থাকছে না বাংলাদেশ। গতবছর এই বইমেলা থেকে বাংলাদেশ কোটি কোটি টাকা উপার্জন করেছিল। এবছর তাদের নাম নেই। এব্যাপারে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে তাঁরা কিছু বলতে পারবেন না। বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে সরকারি নির্দেশের ওপরেই নির্ভর করতে হবে।
এর পাশাপাশি এবছর স্টলের  সংখ্যা বাড়ছে না। প্রচুর প্রকাশক আবেদন করলেও তাঁদের স্টল দেওয়া সম্ভব হয়নি। প্রায় ১৩০০ নতুন স্টলের আবেদন ছিল। ১০৫০ জনকে অনুমতি দেওয়া হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।