Kumbh Mela: মেলাতে ভাইরাল ‘আইআইটি বাবা’ আসলে কে?

আন্তর্জাতিক দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো : ২০২৫ এর মহাকুম্ভ মেলা (Kumbh Mela) শুরু হয়েছে গত ১৩ জানুয়ারী থেকে যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মহাকুম্ভ মেলা আয়োজিত হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অর্থাৎ গঙ্গা-যমুনা -ত্রিবেণী সঙ্গমস্থলে। সেখানে লক্ষ লক্ষ সাধু-সন্ন্যাসী ও ভক্তরা অংশগ্রহণ করেছে। এঁদের মধ্যে অনেকেই নজর করেছেন বিবিধ কারণে। এরমধ্যে বেশ কয়েকজন অদ্ভুত নামি বাবাও রয়েছেন এই তালিকায় যেমন – অ্যাম্বাসডার বাবা, সবজিওয়ালা বাবা, চাওয়ালা বাবা। এঁদের মধ্যে একজন বাবা নজর কেড়েছে নেটদুনিয়ায় তিনি হলেন ‘আইআইটি বাবা’।

কিন্তু কে এই ‘আইআইটি বাবা’ ? তাঁর আসল নাম অভয় সিং , তিনি হরিয়ানার বাসিন্দা। তিনি আইআইটি বোম্বে থেকে অ্যায়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং স্নাতক সম্পন্ন করেন। এরপর গ্রাফিক্স ডিজাইন নিয়ে স্নাতকোত্তর করেন। এছাড়া তাঁর ফটোগ্রাফির প্রতিও আগ্রহ আছে। অনেক পড়ুয়াদের কাছে বোম্বে আইআইটিতে পড়াটা স্বপ্নের মতো। মেধাবী ছাত্ররাই আইআইটিতে পড়ার সুযোগ পান। ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাশ করলে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে মানসিক শান্তি ও জীবনের গভীর অর্থ অনুসন্ধানের জন্য তিনি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যান এবং শিবের উপাসক হিসেবে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পর তাঁর নাম হয় ‘মাসানী গোরখ’। তিনি ২০২৫এ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

কিন্তু তিনি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে এই সাধুর জীবন বেছে নিলেন এই প্রশ্ন অনেক নেটাগরিকদের মনে। সদাহাস্য ও বুদ্ধিদীপ্ত যুবককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজ্ঞান ও মহাকাশ জগৎ ছেড়ে নিজেকে আরও চিনতে আমি আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছি। এরসঙ্গে মানসিক শান্তি ও জীবনের গভীর অর্থ বুঝতে সাধু হওয়ার সিদ্ধান্ত নেই। আমি শিবের উদ্দেশ্যে আমার জীবন উৎসর্গ করেছি।’ দীক্ষা নেওয়ার পর অভয়ের নাম পরিবর্তন হয়ে মাসানী গোরখ হয়ে যায়। এছাড়াও তিনি নিজেকে রাঘব, জগদীশ বলে পরিচয় দেন। তিনি আরও বলেন, ‘আমি অনুভব করতে পারছি এখন যা আহরণ করছি সেটাই হল আসল জ্ঞান। যদি কোনো মানুষ মানসিক স্বাস্থ্য ভালো বুঝতে চান তাহলে আধ্যাত্মিকতার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারিতে মহাকুম্ভ মেলা (Kumbh Mela) শুরু হয়েছে। ১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়। এই উপলক্ষ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নতুন করে সাজানো হয়েছে। সরকারি পরিসংখ্যা অনুযায়ী এই মেলাতে ৪৫ কোটির বেশি ভক্তের সমাগম হবে বলে জানা যায়।

https://www.youtube.com/@newspolebangla