ভিক্টোরিয়া চত্বরে জ্বলবে না আগুন, পুরসভার কাছে কৈফিয়ৎ তলব আদালতের

আইন কলকাতা বিজ্ঞান রাজনীতি শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাই কোর্ট আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৩ কিলোমিটারের মধ্যে কাঠের উনুন কিংবা জীবাশ্ম জ্বালানি জ্বালানো যাবে না। কিন্তু তা সত্ত্বেও গঙ্গাসাগর যাওয়ার পথে বহু পুণ্যার্থীকে দেখা যাচ্ছে, ময়দানের অস্থায়ী শিবিরে আগুন জ্বালিয়ে রান্নাবান্না করছেন। কেউ আবার হাত সেঁকছেন। এই আবহে এবার কলকাতা পুরসভাকে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবারের মধ্যে এই ব্যাপারে কলকাতা পুরসভা কী ব্যবস্থা নিচ্ছে তা আদালতকে জানানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের।

ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য বিগত কয়েক বছরে একাধিকবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, প্রকাশ্যে উনুন জ্বালানো যাবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কোথাও কাঠ, কোথাও কয়লা, কোথাও আবার কেরোসিনের স্টোভ জ্বালিয়ে খোলা আকাশের নীচে দেদার রান্নাবান্না চলছে।

সম্প্রতি গঙ্গাসাগরের পথে যাওয়ার পথে বহু পুণ্যার্থীকেও দেখা যায়, ময়দানের অস্থায়ী শিবিরে আগুন জ্বালিয়ে রান্না করছেন, হাত সেঁকছেন। জানা যাচ্ছে, পরিবেশকর্মী সুভাষ দত্ত এমনই বেশ কিছু ছবি নিয়ে হাই কোর্টে হলফনামা পেশ করেন। এই নিয়ে আগামী শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছে উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। সেদিন কলকাতা পুরসভাকে জানাতে হবে, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের আগুন জ্বালানোর ক্ষেত্রে কী বিকল্প ব্যবস্থা করা হয়েছে।