নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ২০২৫এ তৈরি হচ্ছে দ্বিতীয় হাওড়া ব্রিজ। ২০০ কোটি টাকা খরচ করে হাওড়া স্টেশন থেকে জি টি রোড অবধি আরেকটি ব্রিজ তৈরি করতে চলেছে পূর্ব রেল। মূলত হাওড়া ব্রিজের ওপর থেকে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যেই তৈরী করা হচ্ছে এই হাওড়া ব্রিজ 2.O। মুম্বইয়ের অটল সেতুর পর এই ব্রিজটি হবে দেশের দ্বিতীয় সলিড স্টিল প্লেটের ব্রিজ। হাওড়া থেকে জি টি রোডের দিকে যেতে যাত্রীদের যে ট্রাফিক জ্যামের ঝক্কি পোয়াতে হয় এই ব্রিজটি হলে তা অনেকটাই কমবে।
স্বাধীনতার পূর্বে ১৯৩৩ সাল থেকে হাওড়ার রেললাইনের ওপর দিয়ে বিদ্যমান ছিল চাঁদমারি ব্রিজটি। এবার তার পাশেই তৈরী হচ্ছে এই নতুন ব্রিজটি। যাত্রীদের সুবিধার্থে এই পরিকল্পনা নিয়েছে সরকার। এরমধ্যে ব্রিজের কাজ অনেকটাই হয়ে গেছে। শোনা যাচ্ছে ২০২৫ সালে ডিসেম্বর মাসে কাজ শেষ করা হবে নতুন চাঁদমারি ব্রিজটির। পুরোনো সেতুটির জায়গায় এবার তৈরী হচ্ছে ১৩৪ মিটার দীর্ঘ একটা চার লেনের কেবল টাইপ ব্রিজ। তাইওয়ান এর বিখ্যাত ডিজাইনার সংস্থা উইকেনের মাধ্যমে তৈরি করা হয়েছে এই ব্রিজের নকশা। এই ব্রিজের কন্সট্রাকশনের দায়িত্বে আছে ‘এস পি সিংলা কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড’।
হাওড়া স্টেশন থেকে মাত্র ২০০ মিটার দূরে তৈরী হচ্ছে এই নতুন চাঁদমারি ব্রিজ। ফলে এখন জি টি রোডের দিক থেকে হাওড়া স্টেশনে আসতে যাত্রীদের যে ট্রাফিক জ্যামের ঝঞ্জাট সামলাতে হয় এই ব্রিজটি তৈরী হলে তা প্রায় থাকবে না বললে চলে। এর ফলে নিত্যযাত্রী সাধারণ মানুষেরা বিশেষ উপকৃত হবেন।