প্রসূতির জরায়ু বাদ দেওয়া নিয়ে উত্তেজনা বেসরকারি হাসপাতালে

জেলা রাজ্য স্বাস্থ্য

মৌমিতা সানা, হাওড়া: এক প্রসূতির সন্তান প্রসবের পর তাঁর জরায়ু বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলে চিকিৎসার গাফিলতি নিয়ে উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত কাটলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ।

জানা গেছে, আজ শনিবার সকালে নাসিরা বেগম নামে এক মহিলাকে এই নার্সিংহোমে ভর্তি করা হয় সন্তান প্রসবের জন্য। অভিযোগ সন্তান প্রসবের পর তাঁর জরায়ু বাদ দিয়ে দেয় চিকিৎসক।এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এই ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এর পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের গাড়ি ঘেরাও করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ স্বীকার করে চিকিৎসকের দাবি, রোগীকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন পরিবারের লোকজন লিখিতভাবেই সম্মতি জানিয়েছিলেন।