ফের পর্যটকের মৃত্যু দার্জিলিংয়ে

জেলা ভ্রমণ রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আবারও পর্যটকের মৃত্যু দার্জিলিং-এ। বারবার মৃত্যু পর্যটকদের রীতিমতো ভাবিয়ে তুলতে শুরু করেছে এবার উত্তরবঙ্গ প্রশাসেনর। শেষ তিনমাসে ঘুরতে যাওয়া পর্যটকের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও বারবার পদক্ষে করার পরেও এই ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে সকলের মধ্য়েই।

পূর্ব-বর্ধামন জেলার বাসিন্দা ৫৫ বছর বয়সী রাজনারায়ণ দে ঘরতে গিয়েছিলেন তাঁর বন্ধু ও পরিজনদের সঙ্গে,সেখানেই গিয়ে এই বিপত্তি ঘঠেছে বলে প্রশাসন সূত্রে খবর।

পূর্ব বর্ধমান থেকে ৮ জনের একটি দল গত মঙ্গলবার কালিম্পংয়ে ভ্রমণে আসে। এরপর সেইদিনই কালিম্পং থেকে সিটং পৌঁছন তারা। সেই দলেরই সদস্য রাজনারায়ণ দে এর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ফের স্বাভাবিক অবস্থায় ফেরেন তিনি। রাতের আহার করে ঘুমিয়ে পড়েন তারা। বুধবার ভোরে সূর্যদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে বেরোতে যাওয়ার পূর্বেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। ক্রমশ তাঁর অবস্থা অবনতি হতে থাকলে তাঁর সঙ্গীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় রাম্ভী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। জিটিএ-র তরফে স্বাস্থ্য বিধি জারি করা হলেও বিগত তিন মাসে মোট ৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন পাহাড়ে ঘুরতে গিয়ে। সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত করছে কালিম্পং জেলা প্রশাসন। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পর্যটকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।