নির্যাতিতার বিচার সহ একাধিক দাবিতে সই সংগ্রহ অভিযান

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: আজ শনিবার থেকে শুরু হল আরজি করের নিহত চিকিৎসকের বিচার চেয়ে স্বাক্ষর অভিযান। এর পাশাপাশি সোদপুর ট্রাফিক মোড়কে নির্যাতিতার নামে নামকরণ সহ বিভিন্ন দাবিতে এসএফআই উত্তর ২৪ পরগণা জেলা কমিটির ডাকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রথম সই করেন নির্যাতিতার মা ও বাবা। তারপর তাঁর স্কুল চন্দ্রচূড় গার্লসের ছাত্রীরা, শিক্ষিকা ও অভিভাবকেরা। সোদপুর স্টেশন চত্ত্বরেও হল সই সংগ্রহ অভিযান।

১ মাস ধরে জেলার প্রতিটি প্রান্তে চলবে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। মোট ১ লাখ সই সংগ্রহ করে তা নিয়ে ডিসেম্বরে সোদপুর থেকে হেঁটে বারাসাত অবধি ডিএম অফিসে গিয়ে জমা করা হবে বলে এসএফআই নেতৃত্বের দাবি।

তাঁদের দাবিগুলো হল,

  • সোদপুর ট্রাফিক মোড়ের নাম সরকারিভাবে তিলোত্তমা মোড় করতে হবে।
  • তিলোত্তমার বিচার চাই। নির্যাতনকারীদের, খুনীদের ও আড়ালকারীদের শাস্তি চাই।
  • রাজ্যের সব স্কুল ও কলেজ সহ সর্বত্র হুমকি ও ভয় দেখানোর’ সংস্কৃতি ও ‘ধর্ষণ সংস্কৃতি’ বন্ধ করতে হবে।
  • কলেজে কলেজে থ্রেট কালচারের ধারক ও বাহক তৃণমূলের অবৈধ ছাত্র সাংসদ বিলুপ্ত করতে হবে।
  • স্কুলে জীবনশৈলী ও যৌনশিক্ষার ক্লাস ফেরাতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর কোনও নির্যাতন হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পকসো ও বিশাখা কমিটি গঠন করতে হবে।
  • শিক্ষাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে হবে। লেখাপড়া খরচ কমাতে হবে।