Saif Ali Khan: সইফের ওপর হামলা চালানো ব্যক্তির ছবি প্রকাশ্যে

অপরাধ দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো : বলিউড তারকা সাইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুম্বই জুড়ে। সেইসঙ্গে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সইফের (Saif Ali Khan) বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে ৩ জনকে আটক করে। এবার সইফের ওপর যে হামলা চালিয়েছে তার ছবি প্রকাশ্যে নিয়ে এল পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তি সইফ আলি খানের ওপর এলোপাথাড়ি ছুরি চালিয়েছে। তবে ওই ব্যক্তি কোন জায়গা থেকে সইফ-করিনার বাড়িতে প্রবেশ করে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

সূত্রের খবর, ঘটনা ঘটার আগের বেশ কয়েক ঘন্টার সিসিটিভি ফুটেজে অচেনা কোন ব্যক্তির ছবি প্রকাশ্যে আসেনি। এর থেকে মনে করা হচ্ছে, ওই দুষ্কৃতী অনেক আগেই সইফের বাড়িতে গিয়ে বসেছিল। অভিযুক্ত কোথায় ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। সইফের ওপর হামলার তদন্ত করতে একটি বোর্ডও গঠন করা হয়েছে। এই হামলার ফলে অভিনেতার হাতে ও গলায় গুরুতর চোট পান। অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় আড়াই ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর সইফ আলি খানের শরীর থেকে ভাঙা চুরির অংশ বের করা হয়। সইফের টিম জানায়, অভিনেতা এখন সুস্থ আছেন। এই খবরে স্বস্তি পেয়েছে তাঁর অনুরাগীরা।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

মধ্যরাতে সইফের মতো প্রথম সারির অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাতে সেলেব্রিটিদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। এখন বলিউডের প্রথম সারির চেলেব্রিটিদের মধ্যে এমনিতেই এক ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। সলমন খান লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাচ্ছেন। কিছুদিন আগে তাঁর ফ্ল্যাটের বাইরে গুলিও চলেছে। এখন ‘বাদশা’ শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কিছুদিন আগে ‘ভাইজান’ ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মারা হয়েছে। এবার সইফের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা। স্বাভাবিকভাবেই গোটা বলিউড জুড়ে আতংকিত।