নিউজ পোল ব্যুরোঃ হোয়াটসঅ্যাপ ব্যাবহার করেন অথচ জানেন না কোনও থার্ড পার্টি অ্যাপ ছারাই করা যায় কল সিডিউল, তাহলে সুখবর আজকের প্রতিবেদন আপনার জন্যই।
আজকাল মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। দেশ-বিদেশে হাতে মোবাইল মানেই একটি হোয়াটসঅ্যাপ রয়েছে ধরা যেতেই পারে। কিন্তু জানেন কি এমন অনেক সুযোগ আপনাকে দেয় হোয়াটসঅ্যাপ যেগুলো আপনি হয়তো জানেনই না। তার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ এ কল সিডিউল। কোনও অন্য অ্যাপের সাহায্য ছাড়াই কল সিডিউল করা যায় হোয়াটসঅ্যাপে। কল সিডিউল করতে হলে ইন্সটল করতে হবে না কোন থার্ড পার্টি অ্যাপ। কেবলমাত্র মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ খোলা থাকলেই কল সিডিউল করতে পারবেন আপনিও। জানুন কিভাবে….
তার জন্য প্রথমেই আপনাকে করতে হবে একটি কাজ, খুলতে হবে হোয়াটসঅ্যাপ কলস, ক্লিক করতে হবে সেখানে। তারপর ক্লিক করতে হবে পরবর্তী অপশন ‘Create New Call Link’-এ। তাহলেই সেখান থেকে আপনি পেয়ে যাবেন একটি unique link, এরপরে শুরু হবে পরবর্তী ধাপ।
লিংক পেয়ে যাওয়ার পরে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন প্রকারের কল সিডিউল করতে চাইছেন। ভিডিয়ো কল নাকি ভয়েস কল, সেটি আগে নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি অনেকটাই এগিয়ে যাবেন প্রক্রিয়া শেষের পথে। এবার যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কল করতে চান, তাঁকেই লিংকটি পাঠিয়ে দিন।
এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে গ্রুপে যাওয়ার পর মেসেজ বারের নীচে বামদিকে একটি প্লাস আইকন দেখা যাবে, সেখানেই ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনি দেখতে পাবেন দুটি অপশন, ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন পাওয়া যাবে। তারপর ইভেন্টে ক্লিক করে সেট করতে হবে সময়। সবশেষে সেই লিংকটিকেও গ্রুপে পাঠাতে হবে, এভাবেই আপনি খুব সহজে কল সিডিউল সেট করতে পারবেন হোয়াটসঅ্যাপে।