এক কোটির মাদক সহ ধৃত দুই মহিলা

breakingnews জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থেকে উদ্ধার বিপুল টাকার ব্রাউন সুগার। ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেফতার দুই মহিলা। পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার তৎপরতায় প্রমাণ সহ হাতেনাতে পাকড়াও করা হল দুই মহিলাকে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। বাগডোগরা এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ।

অভিযান চালাতে গিয়েই দুই মহিলাকে দেখে সন্দেহ হয় তাদের। মহিলা দু’জনকে রাতে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে প্রথমে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরে চেপে ধরতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। পুলিশ সূত্রে খবর, দুই মহিলার কাছ থেকে ৯০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা।

ওই দুই মহিলাকে আটক করে পুলিশ এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয়, প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। এরপর ওই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই মহিলার নাম শাহীনা বেগম ও গুলাবসানা খাতুন। পুলিশ সূত্রে খবর তাঁরা দুজনই মাটিগাড়া এলাকার বাসিন্দা।

আজ শুক্রবার দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এই চক্রের আসল মাথাদের খুঁজতে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ। এরই মধ্যে তদন্তের পর জানা গিয়েছে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচারের ছক ছিল ওই দুই মহিলার।