বাসে মিলল যুবকের মৃতদেহ

কলকাতা রাজ্য শহর

দেবোপম সরকার, কলকাতা: রবিবার সকালে বাবুঘাটে ওড়িশা কলকাতা রুটের একটি বাসে মিলল এক যুবকের দেহ। মৃত যুবকের নাম রঞ্জিত শর্মা(২১)। বিহারের বাসিন্দা এই যুবকের দেহ বাসের বাঙ্কে অচেতন অবস্থায় উদ্ধার করে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তাঁর সঙ্গে থাকা এক আত্মীয় মনোতোষ কুমার জানান, বেশকিছু দিন ধরে বুকের সমস্যায় ভুগছিলেন মৃত যুবক। তিনি ওড়িশাতে শ্রমিকের কাজ করতেন।

বিহারের মধুপুরের লক্ষ্মীপুর ভাগবেতিয়ার বাসিন্দা রঞ্জিত ডাক্তার দেখাতে কলকাতায় এসেছিলেন। ওড়িশার মন্তেশ্বর থেকে বাসে ওঠেন। বাসের বাঙ্কেই শুয়ে ছিলেন। বাবুঘাটে এসে তাঁর কোন সাড়া না পেয়ে এদিন ভোর ৬টা ৩ মিনিট নাগাদ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।