গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে সোনার দোকানে ডাকাতি!

অপরাধ কলকাতা শহর

Breaking : নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে ব্যবসায়ীর গলায় কোপ দিয়ে ডাকাতির চেষ্টা। আজ রবিবার সকালে পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুরে গীতাঞ্জলি জুয়েলার্স নামে একটি সোনার দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। সঞ্জয় সরকার নামে ওই ব্যবসায়ী বাধা দিতে গেলে তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার যুক্ত থাকার সন্দেহে দীপঙ্কর পাল ও সাগর নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

গ্রাহক সেজে একদল দুষ্কৃতী সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। রীতিমতো রোমহর্ষক ঘটনা ঘটল রবিবার সকালে। এর আগে পুরুলিয়া, রানাঘাটে একটি নামী গহনার দোকানে ডাকাতি হয়েছিল। সেই সময় মেলে বিহার যোগ। আর এবার কলকাতায় ডাকাতির চেষ্টা। ফলত, ফের প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার দীপঙ্কর পাল এবং সাগর নামের দুই দুষ্কৃতী। তাদের গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।

রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দু’জন দুষ্কৃতী মুকুন্দপুরের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ভেতরে ঢোকে। এরপর শুরু করে লুঠপাট। সেই সময় ব্যবসায়ী সঞ্জয় সরকার বাধা দেন। সেই সময় দুষ্কৃতীদের একজন নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি একজনকে ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। আশেপাশের লোকজন ছুটে এলে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। তাদের উত্তেজিত জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয়বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা মোড়ের মাথায় চা খাচ্ছিলাম। ও তো এলাকারই ছেলে। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে দেখি ওর গলা থেকে রক্ত বেরচ্ছে। একজন দিদি ছিলেন। তিনি গলায় রুমাল দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে যান। দু’জন দুষ্কৃতী ধরা পড়েছে।’