বিয়ে বাড়ির মণ্ডপে আগুন!

জেলা রাজ্য

মৌমিতা সানা, হাওড়া: রবিবার সন্ধ্যায় হাওড়া হাউজের ভেতরে একটি বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন লাগে। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় গঙ্গার হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল।

হাওড়ার ফরশো রোডের হাওড়া হাউজের ভেতরে বিয়ে বাড়িতে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়া হাউজের ভেতরে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন লাগে। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল।

প্রথমে আশপাশের লোকজনই ছুটে এসে বালতি, গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কাছে হার মানতে হয়। গঙ্গার হাওয়ায় আগুনের লেলিহান শিখার তীব্রতায় সব গ্রাস করে ফেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এই মুহূর্তে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনও আয়ত্ত্বে আসেনি। তবে অনুষ্ঠানের দিন না হওয়ায় বড় হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কিভাবে আগুন লেগেছে, তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে। তবে যে সময় আগুন লেগেছে, তখন ওই জায়গায় কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে যে জায়গায় ওই ভবনটি রয়েছে, সেটি জনবহুল এলাকা। আশপাশে প্রচুর দোকান এবং বাড়ি রয়েছে। স্বাভাবিক ভাবে এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।