সিলিন্ডার বিস্ফোরণে আহত প্রৌঢ়া

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত প্রৌঢ়া। ঘটনাটি ঘটেছে চন্দননগর ফটকগোড়া এলাকায়। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর,আহতের নাম রানু রায়। এদিন রান্নাঘরে কাজ করতে ঢুকেছিলেন রানু। রান্নাঘরে ঢুকে লাইট জ্বালানোর জন্য স্যুইচ জ্বালাতেই বিস্ফোরন হয়। চারটে দরজা সহ দুটো জানালা ভেঙে যায়, সঙ্গে সঙ্গে শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা এসে দেখেন বিস্ফোরণে প্রৌঢ়া আগুনে ঝলসে গিয়েছে। বিস্ফোরণে গুরুতর ভাবে আহত হন প্রৌঢ়া। তড়িঘড়ি আহতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বার্ন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।

প্রৌঢ়ার জা-বলেন,শুক্রবারই নতুন সিলিন্ডার দিয়ে গিয়েছিল। নতুন গ্যাস সিলিন্ডার থেকে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল ভাবতে পারছি না। হয়তো রেগুলেটর বন্ধ করা হয়নি। রাতে জানালা দরজা সব বন্ধ ছিল। সকালে বোর্ডের স্যুইচ দিতেই ফেটে যায়। সারা রাত ধরে গ্যাস লিক করছিল বলে স্যুইচ দিতেই বিস্ফোরণ ঘটে যায় বলে অনুমান। এখন কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।