মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আইসিসিইউয়ে ভর্তি জুনিয়র চিকিৎসক

কলকাতা রাজ্য শহর স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আইসিসিইউয়ে ভর্তি এক জুনিয়র চিকিৎসক। এস‌এসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনায় সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন সেই জুনিয়র চিকিৎসক।

সূত্রের খবর, ঘুমের ওষুধের পাশাপাশি মানসিক রোগের ওষুধ সেবনেই এই বিপত্তি। চিকিৎসক পড়ুয়া কেন এই কাজ করলেন তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। জানা গেছে,  ঘুমের ওষুধ-মানসিক রোগের ওষুধ মিলিয়ে মোট ২০টি ওষুধ খেয়েছেন ওই হাউসস্টাফ!

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঝাড়গ্রাম হাসপাতালের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়। ঝাড়গ্রামের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয় দীপ্র ভট্টাচার্য নামে এক চিকিৎসকের দেহ। তিনি ঝাড়গ্রাম হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডক্টর ছিলেন। থ্রেট কালচার নিয়ে দীর্ঘদিনের প্রতিবাদী ছিলেন ওই চিকিৎসক। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়। এমনকি তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে কলকাতা হাই কোর্টের কাছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানান হয়েছে। এরই মধ্যে এই ঘটনা আরও একবার জুনিয়র চিকিৎসকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিল।