নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের অভিজাত এলাকায় একের পর এক দামি সাইকেল চুরির অভিযোগে রীতিমতো নড়েচড়ে বসেছিল পুলিশ। বাড়ছিল সাধারণ মানুষের উদ্বেগও। তদন্তে নেমে শনিবার রাতে হাতেনাতে ধরা পড়ল চুরির চক্রের এক পান্ডা। ধৃত যুবকের নাম ভাস্কর বেহেরা (১৯), নিউটাউন লাগোয়া কোঁচপুকুরের বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে আটটি দামি সাইকেল, যেগুলির বাজার মূল্য লক্ষাধিক টাকা।
শনিবার রাতে নিউটাউন থানার পুলিশ টহল দেওয়ার সময় অ্যাকশন এরিয়া ৩-এর তিন নম্বর ট্যাঙ্কের কাছে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে। পুলিশের ভ্যান দেখতে পেয়ে যুবকটি পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ পুলিশ তাঁকে ধরে ফেলে। এরপর জিজ্ঞাসাবাদে সে সাইকেল চুরির কথা স্বীকার করে।
পুলিশি তদন্তের ভিত্তিতে, ভাস্কর এবং তাঁর দল রাতে বিভিন্ন ব্লকে বাড়ির নিচে পার্কিংয়ে রাখা দামি সাইকেল চুরি করত। ধৃত ভাস্কর ছিল এই চক্রের অন্যতম পান্ডা। রবিবার ধৃত ভাস্করকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের বাকি সদস্যদের সন্ধানে অভিযান চালানো হবে। উদ্ধার হওয়া সাইকেলগুলো এরই মধ্যে থানায় রাখা হয়েছে। পুলিশের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নিউটাউনের বাসিন্দাদের মধ্যে। তবে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।