বাংলার বাড়ি তৈরিতে কালোবাজারি রুখতে কড়া নির্দেশ নবান্নের

অপরাধ কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:– ‌বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরি করতে ইট, বালি, সুড়কি–সহ অন্যান্য সামগ্রী স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলা শাসকদের এই মর্মে নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের প্রথম দফার টাকা কিছু ভূমিহীন উপভোক্তা ছাড়া সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন সেই উপভোক্তারা। এই অবস্থায় বাড়ি তৈরির সামগ্রী নিয়ে যাতে কেউ কালোবাজারি করতে না পারে তার জন্য সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জোগানে টান পড়লে উপভোক্তারা বেশি দাম দিয়ে ইট বালি কিনতে বাধ্য হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, এই রকম পরিস্থিতি যাতে কোনওভাবেই তৈরি না হয় সে বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে যে ভূমিহীন উপভোক্তাদের জমি নেই বলে টাকা দেওয়া যায়নি, তাঁদের জন্য অবিলম্বে জমি দেওয়ার ব্যবস্থা করে দিতে বলা হয়েছে জেলা শাসককে। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, ১২ হাজার জমিহীন উপভোক্তা রয়েছেন। বাংলার বাড়ির প্রকল্পের পাশাপাশি এদিন দুয়ারে সরকার শিবিরের প্রস্তুতি নিয়েও বৈঠক করেন মুখ্যসচিব। তিনি নির্দেশ দিয়েছেন, খোলা জায়গায় শিবির করতে হবে। যাতে জন সমাগম হলে কোনও সমস্যা না হয়। পাশাপাশি স্বাস্থ্য শিবির, আধার সংযোগ ক্যাম্প, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্যাম্পের ব্যবস্থাও যাতে করা যায়।