Sukanta Majumdar: বাড়িতে ধারালো অস্ত্র রাখুন: সুকান্ত

অপরাধ রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হুগলির কুন্তীঘাটে রাম মন্দির উদ্বোধনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার কুন্তীঘাটে রামমন্দির উদ্বোধনে আসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

এদিন রাজ্যের সব হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্তানদের ভালো হিন্দু তৈরি করুন, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। আর বাড়িতে একটি করে ধারালো অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে উদ্বাস্তু হয়ে ঘুরতে হবে। সকলে মিলিত হন। এলাকায় মন্দির তৈরি করুন।’এদিন তিনি তৃনমূলকেও নিশানা করেন। তিনি বলেন, ‘পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। দিদির পুলিশ কাউকে বাঁচাবে না। কারণ ওটা ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরী দের পুলিশ।’

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

পাশাপাশি গোয়ালপোখোর ঘটনায় সাজ্জাকের এনকাউন্টারে পুলিশকে স্বাগত জানিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় রাজ্য সভাপতি বলেন, নদীয়া দিয়ে ঢুকিয়ে চালান করে দিয়েছে। শেফালী খানের বাড়িতে হামলার ঘটনায় বিরোধীরা আনন্দে ছিল। ইন্ডি জোটের মানুষদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা উচিত।চুঁচুড়া তৃণমূল সাংসদ অসিত মজুমদার সুকান্ত মজুমদারের বক্তব্য প্রসঙ্গে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের উচিত সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করা। সুকান্ত মজুমদার হিন্দু ধর্মের সহনশীলতা জানেন। হিন্দু ধর্ম সকল ধর্মকে সম্মান করে। তিনি সংসদে শপথ নিয়েছেন। সংবিধানের শপথ নিয়ে বলছেন আগে তোমরা হিন্দু অস্ত্র ধরো। সংসদে তার প্রতিনিধিত্ব করার অধিকার নেই। ভারতবর্ষের সংবিধানকে যে বিকৃত করে সে বাংলার কলঙ্ক।