নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলে যে রাজনৈতিক দলই করুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন উপযুক্ত সরকরি সম্পত্তি ভাঙচুরের ধারা প্রয়োগ করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট।
উল্লেখ্য, মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকায় বিরক্ত হয়ে সোমবার এই প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সম্প্রতি একটি পঞ্চায়েত বহির্ভূত রাজনৈতিক বিবাদের জেরে স্থানীয় পঞ্চায়েত অফিসে ঢুকে একদল দুষ্কৃতী সরকারি সম্পত্তি ভাঙচুর করে বলে অভিযোগ জানান মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এই ধরনের ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের সংশ্লিষ্ট ধারা কেন প্রয়োগ করা হয়নি তা নিয়েও পুলিশের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি।
অবিলম্বে অভিযোগ পুনরায় খতিয়ে দেখে উপযুক্ত ধারা প্রয়োগ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি পুলিশকে রিপোর্ট জমা দিতে বলেন।আগামী ১৭ জানুয়ারী ফের এই মামলার পরবর্তী শুনানি হবে।