ফের আগুন পার্ক সার্কাসে

breakingnews কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়। এবার পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন। তবে কি করে আগুন লেগেছে স্পষ্ট নয়। স্টেশন চত্বরের পাশে আগুন লাগায় আতঙ্কিত যাত্রীরা।

সূত্রের খবর, পার্ক সার্কাসে পরপর অনেকগুলো কারখানা রয়েছে। তার মধ্যে কেকের কারখানাটি যথেষ্ট বড়। তবে কেকের কারখানার পাশাপাশি রয়েছে চামড়া, তামার জিনিসপত্র তৈরির কারখানা সহ একটি গোডাউন। সেখানে মজুত দাহ্য পদার্থ। তাই দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। পুরো স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের জেরে আপাতত বন্ধ ট্রেন চলাচল। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ। যাত্রীদের স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন।

কারখানার ভেতরে প্রবেশ করেছেন দমকল মন্ত্রীরা। তবে আগুনের উৎসস্থল কোথায় তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী, কারখানার ভিতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই,তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হবে বলে মনে করছেন এলাকাবাসী।