নিউজ পোল ব্যুরো: এবার পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে মানতে হবে আপনাকে এই নিয়ম যা চালু হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে। যেভাবে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে জগন্নাথ দর্শনের জন্য তার ফলেই জগন্নাথ মন্দির কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। একদিকে মানুষের নিরাপত্তা, অন্যদিকে মানুষ যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নিজের মনোস্কামনা জানিয়ে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে পারেন সেই কারণেই এবার চালু হচ্ছে এই নিয়ম। এতদিন পর্যন্ত জগন্নাথ মন্দিরে গেলে যেকোনো মানুষই যেকোনো দিক দিয়ে ঢুকতে পারতেন এবং বেরোতে পারতেন কিন্তু এবারে ঢোকার ক্ষেত্রেও যেমন নিয়ম থাকছে পাশাপাশি বেরোনোর ক্ষেত্রেও সেই একই নিয়ম থাকছে।
মন্দির কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, এর ফলে সাধারণ মানুষ খুব সুন্দর ভাবে জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। মূলত থাকছে ছটি লাইন, মহিলা এবং শিশুদের জন্য একটি লাইন, বিশেষভাবে সক্ষমদের জন্য একটি লাইন, বয়স্কদের জন্য একটি লাইন এছাড়াও আর তিনটি লাইন থাকবে যা কেবল মাত্র পুরুষরাই সেই লাইন দিয়ে প্রবেশ করতে পারবেন। গত বছর রথযাত্রার সময় বেশ কিছু ঘটনা ঘটেছিল, তখন থেকেই মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছিল দর্শনার্থীদের জন্য মন্দিরে প্রবেশের নতুন নিয়ম করার। প্রথমে ঠিক ছিল ১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করা হবে, কিন্তু যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাজ করছে তাই তাঁদের অনুমতি দেরিতে পাওয়ার কারণেই আগামী ১ ফেব্রুয়ারি থেকে এবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলে সকলকেই মানতে হবে এই নতুন নিয়ম, যার ফলে একদিকে যেমন সবকিছুকে সুষ্ঠভাবে পরিচালনা করতে সুবিধা হবে মন্দির কর্তৃপক্ষের অন্যদিকে সাধারণ মানুষও পুজো দিতে পারবেন শান্তিপূর্ণ ভাবে এবং দর্শনও করতে পারবেন নির্বিঘ্নে এমনটাই খবর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে।