Hooghly: পেনশনের দাবিতে অবস্থান বিক্ষোভ

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হুগলি: এবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে হুগলি (Hooghly) চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবস্থান বিক্ষোভে বসলেন। তাঁরা পুরসভার গেটেই অবস্থান বিক্ষোভ করেন।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে দাবি করা হয় প্রতি মাসে ১০ তারিখে পেনশন পাই। সময় এতদিন পেরিয়ে গেলেও এখনও পেনশন হয়নি। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। ওষুধ কেনার টাকা নেই। তাই আন্দোলনে নেমেছি। যতদিন না পেনশন হবে আন্দোলন চালিয়ে যাব।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

হুগলি (Hooghly) চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান বলেন,সরকারি ৪০ শতাংশ টাকা পেনশনারদের দেওয়া হয়েছে বাকি ৬০ শতাংশ বাকি রয়েছে। টাকা জোগাড় হলেই দিয়ে দেওয়া হবে। যদিও চেয়ারম্যানের দাবিকে অসত্য বলে দাবি পেনশনারদের। অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, পুরসভার ফান্ডের অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা করছি পুরসভার আর্থিক সমস্যা দূর করার। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

https://www.youtube.com/@newspolebangla

প্রসঙ্গত, পুরসভায় ৪১২ জন অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পান।পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘‌সরকারি চল্লিশ শতাংশ যে টাকা সেটা পেনশনারদের দেওয়া হয়েছে। পুরসভার ষাট শতাংশ বাকি আছে। এই টাকা জোগাড় হলেই দিয়ে দেওয়া হবে।’‌ যদিও চেয়ারম্যানের দাবি অসত্য বলে জানান পেনশনার্সরা। 

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি সুবোধ চন্দ্র গাঙ্গুলি বলেন ‘‌আমরা প্রতি মাসে ১০ তারিখে পেনশন পাই। জানুয়ারি মাসের কুড়ি তারিখ হয়ে গেল পেনশন এখনো পাইনি। প্রবীণ মানুষদের ওষুধ কেনার টাকা নেই। পুরসভা থেকে প্রশাসনের সর্বত্র জানিয়েও আমরা পেনশন পাচ্ছি না। তাই আন্দোলনে নেমেছি। প্রতিদিন আমরা দু’‌ঘণ্টা করে পুরসভার গেটে অবস্থান করবো। যতদিন না পেনশন হয়।’‌ 

এবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এর প্রতিবাদে হুগলি (Hooghly) চুঁচুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবস্থান বিক্ষোভে বসলেন। তাঁরা পুরসভার গেটেই অবস্থান বিক্ষোভ করেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে দাবি করা হয় প্রতি মাসে ১০ তারিখে পেনশন পাই। সময় এতদিন পেরিয়ে গেলেও এখনও পেনশন হয়নি। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। ওষুধ কেনার টাকা নেই। তাই আন্দোলনে নেমেছি। যতদিন না পেনশন হবে আন্দোলন চালিয়ে যাব।