RG Kar: নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য

অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- আরজিকর (RG Kar) মামলায় নিম্ন আদালতের রায় কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। দুপুরে রায় ঘোষণা হওয়ার পরেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শিয়ালদা আদালতের রায়কে কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করেন। সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন নৃশংস এই অপরাধকে আদালত বিরলের মধ্যে বিরলতম হিসেবে গ্রাহ্য না করায় তিনি বিস্মিত। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন আরজিকরে (RG Kar) তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকে রাজ্য সরকার বিরলতম বলেই মনে করে।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

সম্প্রতি রাজ্যে একাধিক ধর্ষণ-খুনের মামলার দোষীদের ফাঁসির সাজা হয়েছে। সেই সমস্ত ঘটনার তদন্তের দায়িত্বে ছিল রাজ্য ও কলকাতা পুলিশ। সেই সমস্ত রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “সাম্প্রতিক তিন-চারটি একই ধরণের মামলা ফাঁসির সাজা হয়েছে। আর জি কর ব্যতিক্রম হবে কেন?”

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

আরজি কর কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় শিয়ালদহ আদালতের রায় সম্পর্কে মন্তব্য করে বলেন, “আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এই ব্যক্তি একজন নাগরিক স্বেচ্ছাসেবক। কীভাবে তিনি মেডিকেল কলেজে প্রবেশ করে এত জঘন্য অপরাধ করতে সক্ষম হলেন? সিবিআই চার্জশিটে যেমন উল্লেখ করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছিল এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। কার জন্য এটা করা হয়েছিল? সঞ্জয় রায়কে রক্ষা করার জন্য? আমরা কীভাবে এটা বিশ্বাস করব? আমরা এখনও বিশ্বাস করি যে এই মামলায় আরও অপরাধী জড়িত এবং তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই, তাদের সকলকে গ্রেপ্তার করুন এবং তাদের বিচারের আওতায় আনুন। আমাদের লড়াই অব্যাহত থাকবে কারণ এটি কেবল একজন ব্যক্তির নয়; এখনও ন্যায়বিচার পাওয়া যায়নি, এটি কেবল প্রথম পদক্ষেপ।”

https://www.youtube.com/@newspolebangla