নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- আরজিকর মামলায় নিম্ন আদালতের রায় কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। দুপুরে রায় ঘোষণা হওয়ার পরেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শিয়ালদা আদালতের রায়কে কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করেন। সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন নৃশংস এই অপরাধকে আদালত বিরলের মধ্যে বিরলতম হিসেবে গ্রাহ্য না করায় তিনি বিস্মিত। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকে রাজ্য সরকার বিরলতম বলেই মনে করে।
সম্প্রতি রাজ্যে একাধিক ধর্ষণ-খুনের মামলার দোষীদের ফাঁসির সাজা হয়েছে। সেই সমস্ত ঘটনার তদন্তের দায়িত্বে ছিল রাজ্য ও কলকাতা পুলিশ। সেই সমস্ত রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “সাম্প্রতিক তিন-চারটি একই ধরণের মামলা ফাঁসির সাজা হয়েছে। আর জি কর ব্যতিক্রম হবে কেন?”