এই ছবিই কী কাল হল?

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: প্যারিস অলিম্পিকসে পিস্তল শুটিংয়ে জোড়া পদক, ব্রোঞ্জ জয়ী মনু ভাকর। এ বছরের খেলরত্ন পুরস্কারের তালিকায় তাঁর নাম নেই! সরকারি সূত্রে বলা হয়েছে, নিয়ম মেনে পদকের জন্য মনু আবেদন করেননি! মনুর বাবা রামকৃষ্ণ ভাকরের দাবি, ‘আবেদন করা হলেও, তার প্রাপ্তি স্বীকার করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ!’ উল্লেখ্য, প্রয়াত রাজীব গান্ধীর নামাঙ্কিত খেলরত্ন খেতাব দেওয়া […]

Continue Reading