প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বয়স হয়েছিল ৮৯
নিউজ পোল ব্যুরো, হরিয়ানা: প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। বয়স হয়েছিল ৮৯। শুক্রবার সকালে গুরুগ্রামে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। ওমপ্রকাশ চৌতালা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের(INLD) প্রধান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে INLD দলের এক মুখপাত্র।১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন ওমপ্রকাশ চৌতালা। তাঁর বাবার হাত […]
Continue Reading