নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ফের রাজ্যে উদ্ধার বিপুল অস্ত্র। আটক ১৩। পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতী। ভিন রাজ্য থেকে অবাধে এরাজ্যে অস্ত্র পাচারের চেষ্টায় হাতেনাতে পাকড়াও করা হল তাদের। আজ সোমবার বিকেলে ঘাটাল থানার অন্তর্গত এলাকার একটি ঘর থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বাড়ির মালিককে প্রথম আটক করার পরেই জোর করে একটি ঘরে ঢুকে পড়ে পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার হয় অস্ত্র।
প্রাথমিক ভাবে জানা যায় যুবকদের বাড়ি বিহারে। আটক ১৩ জনের মধ্যে ১১ জনই বিহারের বাসিন্দা ও বাকি দু’জনই এ রাজ্যের বাসিন্দা। অস্ত্র পাচারের উদ্দেশ্যেই তাদের আসা এরাজ্যে। ঘাটালেই ওই ফাঁকা বাড়িতে পাচারের ছক কষার আগেই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। কোন উদ্দেশ্যে অস্ত্র পাচার চলছিল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যদিও তৎক্ষণাৎ ঘটনা সম্পর্কে বিশেষ কিছু জানায়নি ঘাটাল থানা। পরে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে প্রেস মিট করে স্পষ্ট বার্তা দেন জেলার পুলিশ সুপার।
প্রসঙ্গত, সম্প্রতি শিয়ালদার জনবহুল এলাকা থেকে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র। শনিবার বৈঠকখানা এলাকায় উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শিয়ালদার মতো জনবহুল এলাকায় এমন ঘটনা আশা করেনি জনগণ। উদ্ধার হয় পাঁচটি পিস্তল ৯০ রাউন্ড গুলি। গ্রেফতার করা হয় ইসমাইল নামে এক ব্যক্তিকে। ঘটনার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন শাসক দলকে। কোন যুদ্ধক্ষেত্র থেকেও এত রাউন্ড গুলি উদ্ধার হয় না বলে কটাক্ষ করতে শোনা যায় বিজেপিকে। ঘটনা কে ঘিরে শাসক দলকে নিশানা করেছেন বাম নেতৃত্বরাও। তার এক মাস পেরোতে না পেরোতেই রাজ্যে ফের উদ্ধার অস্ত্র। তবে এবার রাজ্যে নয় ভিন রাজ্য থেকেই আমদানি। এই ঘটনাকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।