মৃণালকান্তি সরকার, কলকাতা: আগামী শনিবার রাজ্যের ছয় উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। বুধবার সকাল থেকেই ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে চলছে নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত সবকিছুই স্বাভাবিক রয়েছে। আর এই ফলাফল ঘোষণা হবে শনিবার সকাল আটটা থেকে গোটা দেশে যেখানে যেখানে নির্বাচন হয়েছে। মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গেও যে ছয় জায়গায় উপ-নির্বাচন হয়ে গেছে তারও গণনা হবে ওই একইদিনে অর্থাৎ শনিবার। শনিবার সকাল আটটা থেকে গণনা শুরু হবে। প্রথমে ইটিপিবিএসের (ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম) মাধ্যমে পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হবে। তারপর একে একে ইভিএমের গণনা শুরু হবে।
কমিশন জানিয়েছে দুপুর একটার মধ্য়েই সিংহভাগ ফলাফল প্রকাশিত হয়ে যাবে। তবে ফলাফল সম্পূর্ণ ঘোষণা হতে সন্ধ্যে গড়িয়ে যাবে। আর সেই গণনা নিয়েই নির্বাচন কমিশনে এখন চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। তার কারণ, যেখানে গণনা করা হবে সেই ঘরটিতে কেবল মাত্র প্রবেশের জন্য একটিমাত্রই দরজা থাকতে হবে। কোনও জানলা থাকবে না। যদিও এরই মধ্যে সেই ঘরগুলো নির্বাচন কমিশন চিহ্নিত করে ফেলেছে। তৈরি হয়েছে ভেতরের ঘেরাটোপও। আর এই মুহূর্তে যেখানে গণনা করা হবে তারপাশেই রয়েছে স্ট্রংরুম। যে স্ট্রংরুমে ইভিএমের মধ্যে ভাগ্য বন্দি রয়েছে সব রাজনৈতিক দলগুলোর। উপ-নির্বাচন বলে নির্বাচন কমিশন কোনরকম গাফিলতি করতে চাইছে না। তাই প্রথম থেকেই কমিশন একেবারেই লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতোই কড়া হাতেই সবকিছু পর্যবেক্ষণ করে চলেছে। যাতে করে কোন রাজনৈতিক দলই কোন বিরূপ মন্তব্য করতে না পারে। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যেভাবে এই ছয় গণনা কেন্দ্রের সবকিছু সাজিয়েছে তা একেবারেই এইরকম।
সিতাই উপনির্বাচন বিধানসভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: দিনহাটা কলেজ।
পোলিং স্টেশন: ৩০০।
হল নম্বর ১: ২৫ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১২ রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৩ টে কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ২ টি।
মাদারিহাট উপনির্বাচন বিধানসভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: আলিপুরদ্বার ইনডোর স্টেডিয়াম।
পোলিং স্টেশন: ২২৬ ।
হল নম্বর ১: ২৮ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ৯ রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ১০ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ২ টি।
নৈহাটি উপনির্বাচন বিধানসভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম।
পোলিং স্টেশন: ২১০ ।
হল নম্বর ১: ২১ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১০ রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৬ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ১ টি।
হাড়োয়া উপনির্বাচন বিধানসভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: হাড়োয়া পি জি হাই স্কুল ।
পোলিং স্টেশন: ২৭৯ ।
হল নম্বর ১: ২০ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১৪ রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ২ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ৩ টি।
মেদিনীপুর উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: মেদিনীপুর কলেজ।
পোলিং স্টেশন: ৩০৪।
হল নম্বর ২ : ১৮ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১৭ টি রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৩ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ৩ টি।
তালডাঙ্রা উপনির্বাচন বিধানসভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: সিমলাপাল মদনমোহন হাই স্কুল ।
পোলিং স্টেশন: ২৬৪ টি।
হল নম্বর ৩ : ২৪ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১১ টি রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৭ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ২ টি।
যতদিন যাচ্ছে কমিশন, ততই যেন ধীরে ধীরে সাবালক হয়ে উঠছে, আর তাই এবারও রাজ্যের ছয় উপ-নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই রাজ্য়ের ফলাফল ঘোষণা করতে এখন যে পদক্ষেপ করছে তা রীতিমত নজীরবিহীন বলেই সকলে মনে করছেন। এখন দেখার নির্বাচন কমিশন কতটা শান্তিপূর্ণভাবে সব কাজ করতে সক্ষম হয়।