নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মায়ের মৃত্যুতে পাঁচদিনের জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা। জেলে বন্দি থাকার সময়েই প্রয়াত হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা। মা’র শেষ কাজ করার জন্য তাকে পাঁচদিনের প্যারোলে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করলো আদালত।
চোখের জলে ভিজছিল চিবুক, চোখে মুখে স্পষ্ট কষ্টের চাপ, মুখে শুধুই একটু মুক্তির কাতর মিনতি। আদালতে বারবার মুক্তির জন্য কাতর মিনতি করেন অর্পিতা মুখোপাধ্যায়। একাধিক বার প্রকাশ্যে আসে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বিবর্ণ সেই মুখ। তবু মেলেনি এক বারের জন্যও মুক্তি। অবশেষে আজ তার জেল মুক্তির নির্দেশ দিল আদালত। পাঁচদিনের জন্য জেল মুক্তির অনুমতি মিললো অর্পিতার।
নিয়োগ মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। সে দিন অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে অবৈধ বিপুল সম্পত্তির হদিস পায় ইডি। ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। আর সেই অপরাধেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। এরপর একাধিকবার জামিনের চেষ্টা করলেও তা মেলেনি। অবশেষে মায়ের মৃত্যুতে পাঁচ দিনের জন্য জেল মুক্তি পেতে চলেছেন অর্পিতা।