নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এখনো বিচার পায়নি অভয়া। এরই মধ্যে আরজি করে অপরাধের ছড়াছড়ি। ভেঙে দেওয়া হল মর্গের কম্পিউটার! ঘটনার জেরে চিৎকার, চেঁচামেচি তুমুল শোরগোল। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই হাসপাতালে এসে পৌঁছল পুলিশ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে মর্গের ভেতরে বাঁধে গণ্ডগোল। অভিযোগ সন্তোষ মল্লিক নামে এক ডোম মদ্যপান করান অন্য দুই ডোমকে। শম্ভু মল্লিক ও গৌতম মল্লিক নামের দুই ডোম তাঁর কথায় প্রথমে প্রবেশ করে মর্গে, তারপরেই বন্ধ হয় দরজা। ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় মর্গের দরজা। এরপর অনেক চিৎকার চেঁচামচির পরেও সাড়া পাওয়া যায়নি তাঁদের। অবশেষে, ঘটনাস্থলে উপস্থিত হন সিআইএফের দুই জওয়ান। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় তিনজনকে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি কাউকে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোটা আরজি কর হাসপাতালেই। যদিও বা হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মহিলা চিকিৎসকের ধর্ষক এবং খুনের অভিযোগে ঘটনা মারাত্মক প্রভাব ফেলে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন ওঠে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে। বারে বারে ডাক্তার এবং নার্সের তরফ থেকে অভিযোগ আসে নিরাপত্তা নিয়ে। এমনকি এই অভিযোগ থেকেই পরবর্তীতে মারাত্মক চেহারায় বদল হয় আন্দোলন। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে হয়, ডাক্তারদের সঙ্গে বৈঠকে। যদিও এ বিষয়ে রাজ্য সরকারের তরফে বারে বারে বলা হয়েছে যত শীঘ্র সম্ভব বাড়ানো হবে হাসপাতালের নিরাপত্তা। এখন একটাই প্রশ্ন তাহলে এখনও কেন এমন ঘটনার নজির হচ্ছে সরকারি হাসপাতাল? আবার যেই সেই নয়! একেবারে আরজি কর! তাই ঘটনাকে ঘিরে আবারও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পর্যাপ্ত নিরাপত্তার প্রশ্নকে ঘিরে।