শীতের মাঝে গভীর নিম্নচাপ, বঙ্গোপসাগরে নজর আবহাওয়া দফতরে

আবহাওয়া কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়েছে শীতের আমেজ। আর এক সপ্তাহ পর পড়বে ডিসেম্বর মাস, সবার প্রিয় বড় দিন। তাই ঠান্ডার আমেজ এখন থেকেই পেতে শুরু করেছে বঙ্গবাসী। তবে এই ঠান্ডার আমাজের মধ্যেও দেখা মিলতে পারে এক গভীর নিম্নচাপ।আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা যাচ্ছে। শনিবারের মধ্যেই ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ প্রভাব ফেলতে পারে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূল অঞ্চলগুলিতে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকবে অধিকাংশ জেলাগুলিই। দৃশ্যমানতা কম থাকার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। তাই চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মরসুমের প্রথম তুষারপাত হয়েছে দার্জিলিঙে। সান্দাকফুতে বৃহস্পতিবার দুপুরের দিকে বরফ পড়েছে, যাতে পর্যটকেরা উচ্ছ্বসিত।