নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবারের সকাল, যখন সবাই ছুটে বেড়াচ্ছে নিজের গন্তব্যে পৌঁছনোর জন্য, তখনই ঘটে গেলো একি কাণ্ড? ফের মেট্রো বিভ্রাট হল দমদম থেকে কবি সুভাষ লাইনে। নামিয়ে দেওয়া হল যাত্রীদের।
বিগত বেশ কয়েক মাস ধরে মেট্রো লাইনে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। নিজেদের কর্মস্থলে যেতে হিমসিম খাচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, শনিবার সকাল ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল, তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয় স্টেশনের বোর্ডে লিখে দেওয়া হয়েছে ‘পরিষেবা বন্ধ’।
অপরদিকে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল শিয়ালদা – এসপ্লেনেডের মেট্রোর রুট। কিন্তু তার মাঝেই মেট্রো পরিষেবার এই বেহাল দশা দেখে চিন্তিত যাত্রীরা। কারণ কলেজে, অফিস কিংবা স্কুলের জন্য বহু মানুষের ভরসা মেট্রো। সেই পরিষেবায় ব্যাঘাত ঘটায় যাত্রীরাও অসন্তুষ্ট।