নিম্নচাপে আবহাওয়ার পরিবর্তন, নিম্নমুখী তাপমাত্রার পারদ

আবহাওয়া কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ হতে চলেছে নভেম্বর মাস। আর বাকি একটা সপ্তাহ। তারপরই ডিসেম্বর মাস, আর সবার প্রিয় বড় দিন। কলকাতা – সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিম্নমুখী তাপমাত্রার পারদ। মাঝ রাত থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে ঘন কুয়াশার। সন্ধ্যে নামলেই শীতের আমেজ অনুভব করছে বঙ্গ বাসী।

রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া।আবহাওয়া সূত্রে খবর, শনিবার অর্থাৎ আজ ঘূর্ণবাত পরিণত হতে পারে নিম্ন চাপে। তবে তার প্রভাব বঙ্গে কতটা পড়বে তা এখনো বুঝতে পারছেন না আবহাওয়াবিদরাও। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব বাংলায় সরাসরি না পড়ার সম্ভাবনাই বেশি। চলতি সপ্তাহে নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪-৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। এক কথায় দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বঙ্গের কোনো জেলাতেই আপাতত ঘন কুয়াশার কোন সতর্কতা নেই বলেলেই চলে।