হাই কোর্টে স্বস্তিতে কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র

আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে স্বস্তিতে কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। ২০২২ সালে, জামিনের সময় আদালত শর্ত দিয়েছিল কলকাতার বাইরে কোথাও যেতে পারবে না। পাশাপাশি প্রতি সপ্তাহে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে। সেই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় বিকাশ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। তবে কোন ভাবেই আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমানে যেতে পারবেন না তিনি। এমনকি যেতে পারবেন না রাজ্যের বাইরেও।পাশাপাশি প্রতি সপ্তাহের বদলে মাসে একবার সিবিআই অফিসে হাজিরা দিতে হবে।