এবার গ্রেডেশন পেতে চলেছে কলকাতা পুরসভার অধীনে থাকা বাড়িগুলো

কলকাতা জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ১৩০০ হেরিটেজ বাড়ি রয়েছে। এর মধ্যে যে সব বাড়ির এখনও গ্রেডেশন হয়নি, তার গ্রেডেশনের কাজ শুরু করতে চলেছে পুরসভার হেরিটেজ সংক্রান্ত কমিটি। কলকাতার সমস্ত হেরিটেজ বাড়ির গ্রেডেশন করতে চলেছে কলকাতা পৌরসংস্থা। কলকাতায় মোট ১ হাজার ৩০০ টি বাড়িকে হেরিটেজ বলে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। তবে গ্রেডেশন নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা পৌর সংস্থার হেরিটেজ সংক্রান্ত কমিটি। গ্রেডেশনে ভাগ করে হেরিটেজ বিল্ডিংয়ে তকমা দেওয়া হবে। সিদ্ধান্ত নিল কলকাতা পৌর সংস্থার হেরিটেজ কমিটি। এই মর্মে হেরিটেজ সংক্রান্ত কমিটি অর্থ এলেই গ্রেডেশনের কাজ শুরু করবে বলে জানান হয়েছে। তার জন্য টেন্ডার ডাকা হবে বলে জানালেন মেয়র পরিষদ হেরিটেজ বিভাগ স্বপন সমাদ্দার।