নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার। উদ্ধার করল এসটিএফ। এখনও পযর্ন্ত ৫ লক্ষ টাকার জাল নোট পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা বলে খবর।জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাসে মালদহ থেকে এই জাল টাকার ব্যাগ নিয়ে ওঠেন এক ব্যক্তি। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ বাস যখন কলকাতায় এসে পৌঁছয়, সেই সময় ওই ব্যক্তিকে পাকড়াও করে এসটিএফের গোয়েন্দারা। এখনও পযর্ন্ত ৫ লক্ষ টাকার জাল নোট পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সলোমন নেসাকুমারের নেতৃত্বে এসটিএফের একটি দল ধর্মতলায় হাজির হন। উত্তরবঙ্গ থেকে আসা একটি বাসে তল্লাশি চালাতে গিয়ে এক যাত্রীর ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের বান্ডিল উদ্ধার হয়। বাসের ছাদে ব্যাগ রাখা ছিল। সেই ব্যাগ নামিয়ে আনা হয়। এই মুহূর্তে বাস স্ট্যান্ডে বসেই চলছে জাল টাকা গোনার কাজ। ধৃতের নাম মানোয়ার শেখ, মালদা, কালিয়াচকের বাসিন্দা। অবিকল আসলের মতো দেখতে জালনোটগুলি তৈরি হয় বাংলাদেশে। আর এসবের নেপথ্যে রয়েছে পাকিস্তানের আইএসআইয়ের হাত! ঠিক কী কারণে এত জাল টাকা বানানো হল তা খতিয়ে দেখছেন এসটিএফ – গোয়েন্দারা। চলছে তদন্ত।#FakeCurrency, #Kolkata, #Maldah, #STF, #KolkataPolice