নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় সড়ক দখল করে পাকা বিল্ডিং তৈরি করে অফিস তৈরি করেছে স্থানীয় তৃণমূল। ব্যবস্থা নেয়নি পূর্ত দফতর। ওই এলাকার সমস্ত অবৈধ দখলদারি উচ্ছেদ করে ফেলার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।জাতীয় সড়কের জন্য নেওয়া জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং। একাধিক দখলদারকে তুলতে ব্যর্থ হচ্ছে পূর্ত দফতর। সেই দখলদারদের মধ্যে রয়েছে তৃণমূলের দলীয় অফিসও। ব্যবস্থা নেয়নি পূর্ত দফতর। ওই এলাকার সব অবৈধ দখলদারি উচ্ছেদ করে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, তৃণমূল অফিস সহ যাবতীয় বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে হবে। আগামী ১২ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ করতে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বসিরহাটের মাটিয়া থানায় এলাকার কাঁকড়া মৌজার এক ব্যক্তি হাই কোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁর বাড়ির সামনেই পূর্ত দফতরের রাস্তা সম্প্রসারণের জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু সেই জমিতে এখন বহু পাকা বিল্ডিং তৈরি করে তা দখল করে নেওয়া হয়েছে। এই অবস্থায় তাঁর বাড়িতে ঢোকার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। বারবার আবেদন করেও কাজ না হওয়ায় তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। বসিরহাটের পূর্ত দফতরের তরফে হাই কোর্টে জমা দেওয়া রিপোর্টে অভিযোগের সত্যতা উল্লেখ করা হয়। সেই রিপোর্টেই জানানো হয়েছে, ওই দখলদারদের মধ্যে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে। ওই রিপোর্ট দেখার পরেই বিচারপতি সিনহা তৃণমূল অফিস সহ যাবতীয় দখল উচ্ছেদ করার নির্দেশ দেন।