দক্ষিণে ঘূর্ণিঝড়, বাংলায় দুশ্চিন্তায় কৃষকরা

আবহাওয়া কলকাতা জেলা দেশ শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার দুপুরেই তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ফেনগাল। তারই প্রভাবে শনিবার ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকালেও বৃষ্টি হয়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা।এদিকে আচমকা বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকরা। পরপর বৃষ্টির জেরে গত এক বছরে চাষের ক্ষতি হয়েছে অনেক। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্তকে। শীতের শুরুতেই এভাবে বৃষ্টি হওয়ায়, আবারও বাড়ছে আশঙ্কা।দুই ২৪ পরগনাএবং দুই মেদিনীপুরে ভোররাত থেকে চলছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি।

পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেনগাল তামিলনাড়ুর উপকূলে কারিকল ও মহাবলীপুরমের মাঝের কোনও জায়গায় ও পুদুচেরির খুব কাছে ল্যান্ডফল করবে। শনিবার সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই কর্নাটক ও তামিলনাড়ুতে বিপুল বৃষ্টি শুরু হয়েছে।এদিকে, শুক্রবার রাতেই দুই ২৪ পরগনা ও পুর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আর শনিবার সকালেও তা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।এদিকে, এক ধাক্কায় বেড়েছে কলকাতা–সহ গোটা বাংলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ বাঁধাপ্রাপ্ত হয়েছে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪.৫ ডিগ্রি বেশি। আগামী দুইদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।