নিজস্ব প্রতিনিধি,কলকাতা: গত কয়েক দশক ধরেই কলকাতার চেনা এক আইকন হল হলুদ ট্যাক্সি। শহরের পথঘাটে এই যানটির গতিবিধি যে কলকাতার স্পন্দন হয়ে উঠেছে বহুদিন ধরেই, তা নিশ্চিতভাবেই বলা যেতেই পারে। কলকাতার মানুষের কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই হলুদ ট্যাক্সির সঙ্গে। তবে ধীরে ধীরে ট্রামের মতো বিপন্ন হতে চলেছে এই হলুদ ট্যাক্সি। সময়ের সঙ্গে সঙ্গে দৌরাত্ম্য কমে গিয়েছে অনেকটাই এই ট্যাক্সির। জানা গিয়েছে, ১৫ বছরের অনেক বেশিই বয়স হয়ে গিয়েছে এই হলুদ ট্যাক্সির । ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে অ্যাম্বাসাডর। আর ওই কোম্পানিও নতুন করে গাড়ি তৈরি করছে না। মনে করা হচ্ছে, এই বছরের শেষে একলাফে বসে যাবে প্রায় সাড়ে চার হাজার হলুদ ট্যাক্সি।
শহরে মোট হলুদ ট্যাক্সি ১২হাজার। এরমধ্যে লক ডাউনের পর রাস্তায় নিয়মিত নামে এরকম ট্যাক্সির সংখ্যা সাড়ে ৫ হাজার। তার মধ্যে আড়াই হাজার ট্যাক্সি বাতিল হয়ে গেলে বাকি ট্যাক্সি দিয়ে চাহিদা সামলানো অসম্ভব। এক কথায় বলা যেতে পারে, ১৯০৮ সালে কলকাতার এই হলুদ ট্যাক্সি আজ লুপ্ত হতে চলেছে। অতএব ট্রামের মতই লুপ্ত হয়ে যাবে কি কলকাতার হলুদ ট্যাক্সি?