নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে নাম নথিভুক্ত করে প্রতারিত হলেন এক যুবক। এমনকি তাঁকে বিয়ের যোগাযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকাও নেওয়া হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোন সুরাহা না হওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রতারিত যুবক।
জানা গেছে, হাওড়ার বাসিন্দা ওই যুবক ২০২২ সালে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে বিয়ের জন্য নাম নথিভুক্ত করায়। এরপর ওই সাইটের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর তাঁর থেকে ধাপে ধাপে প্রচুর টাকা নিলেও তাঁকে কোন বিবাহের সম্বন্ধ সম্পর্কিত তথ দেয়নি বলে দাবি ওই যুবকের। এরপর ২০২৩ সালের মার্চ মাসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবক। একবছর সাতমাস সময় কেটে গেলেও পুলিশ কোনও তদন্তই করেনি! এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ওই যুবক।
আজ সোমবার এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশে পর পুলিশের তরফে জমা দেওয়া হয় তদন্ত রিপোর্ট। সেই রিপোর্টে উল্লেখ আছে যে, অ্যাকাউন্টে বার বার টাকা দিয়েছেন বলে যুবক দাবি করেছেন, সেই অ্যাকাউন্ট এখন ফাঁকা! তবে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে পুলিশ দেখার চেষ্টা করছে আগে কোনও টাকা এই অ্যাকাউন্টে জমা পড়েছিল কি না?
পুলিশের রিপোর্টের ভিত্তিতে আবেদনকারী যুবকের বক্তব্য জানতে, তাঁর কাছে হলফনামা তলব করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি।