নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার এক নির্মম ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার নিশ্চিন্দা পূর্ব আনন্দনগর এলাকা। খেলতে খেলতে পাতকুয়োতে পড়ে গেল একরত্তি শিশু।
বুধবার দুপুরে হাওড়ার নিশ্চিন্দা পূর্ব আনন্দনগরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এদিন খেলতে খেলতে পাতকুয়োয় পড়ে যায় শিশুটি। তিন বছর বয়সী শিশুটির নাম মোহিত সিং। খবর পাওয়া মাত্রই নামানো হয় ডুবুরি। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ ও দমকল কর্মীরা। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে জানান।
অপরদিকে, হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চৌধুরী পাড়া এলাকাতেও এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। মৃতের নাম মানু মান্না(৯০)। গতরাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার পুকুরের জলে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। চলছে তদন্ত।