দেবোপম সরকার, কলকাতা: টেকনো ইন্ডিয়ার কর্ণধার তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্য রায়চৌধুরীর মুকুটে আবারও নতুন পালক। ইতালির ঐতিহ্যবাহী সম্মানে ভূষিত হলেন সত্যম রায়চৌধুরী। তিনি শিক্ষার দিশারী। তাই শিক্ষাক্ষেত্রে ভূমিকার জন্য তাঁকে সম্মানিত করা হল। এর আগেও এই শিক্ষা অনুরাগী সত্যম রায়চৌধুরী প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ইউরোপীয় সম্মান পেয়েছিলেন। এবার ফের আরও একবার রায়চৌধুরীর মুকুটে নতুন পালক।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে যাত্রা শুরু করে টেকনো ইন্ডিয়া গ্রুপ। চার দশকেরও বেশি সময় ধরে এই সংস্থার কর্ণধার সত্যম রায়চৌধুরীর সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্ব শিক্ষা-সহ অন্যান্য ক্ষেত্রকেও সমৃদ্ধ করেছে। ১০৩টি নলেজ ক্যাম্পাস, ৬টি বিশ্ববিদ্যালয়, ২০টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩৫টিরও বেশি পাবলিক স্কুল, ১০টি বি-স্কুল, ১৬টি টিআইজি-আইটিআই কেন্দ্র, ১টি মেডিক্যাল কলেজ-সহ টেকনো গ্রুপের একাধিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, ক্রীড়া, পর্যটন, হসপিটালিটি, চলচ্চিত্র, সাংবাদ মাধ্যম-সহ বহু ক্ষেত্রে নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে।
আর তারপরে এই বিশেষ স্বীকৃতি। এদিন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, মুখ্য সচেতক নির্মল ঘোষ ও সহকারি মুখ্যসচেতক দেবাশীষ কুমার সহ শিল্প, সাহিত্যক ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিদেশের এই স্বীকৃত পেয়ে স্বভাবত তিনি খুশি তার এই দীর্ঘ ৪০ বছরের পরিশ্রম ও তার প্রাপ্তি ভাগ করে নিতে চাইলেন তার সতীর্থদের সঙ্গে। সত্যম রায়চৌধুরী জানিয়েছেন, আগামী দিনে তাঁদের লক্ষ্য স্কিল ইউনিভার্সিটি ও স্পোর্টস ইউনিভার্সিটি কে সম্পূর্ণ করে সমাজের কাজে ব্যবহার করা।